দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুধু বার্ষিক পরীক্ষা নয়। একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রত্যেকটি সেমেস্টার পরীক্ষায় পাস করতে হবে। মোট চারটি সেমেস্টার থাকবে। একটা সেমিস্টারে পাস করলে তবেই দেওয়া যাবে পরের সেমেস্টারে। এমনই সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
সম্প্রতি সংসদের তরফে একটি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী, প্রথম এবং তৃতীয় সেমেস্টারে নূন্যতম পাস নম্বর না থাকলে পরের সেমিস্টারে বসতে দেওয়া হবে না। তবে, কোনও পরিক্ষার্থী একটি সেমেস্টারে ফেল করলে তাকে আরও একবার ওই পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার পরিকল্পনাও করেছে শিক্ষা সংসদ।
যদিও পুরো বিষয়টা এখনও আলোচনা স্তরে রয়েছে। প্রত্যেকটি সেমিস্টার কত নম্বরের, পাস নম্বর কত তা কিছুই জানানো হয়নি। তবে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক জানিয়েছেন, খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি গাইডলাইনলাইন প্রকাশিত হবে।