kolkata

1 year ago

Footpath Encroachment: মেপে দেওয়া জায়গাতেই বসতে হবে হকারদের:হাইকোর্ট

Hawkers of Dharmatala Footpath (Symbolic Picture )
Hawkers of Dharmatala Footpath (Symbolic Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ধর্মতলা মানেই সারি সারি হেরিটেজ সৌধ তারই মধ্যে অন্যত্তম গ্র্যান্ড হোটেল। ওই ইমারতের সামনের ফুটপাত কার্যত পুরো হকারদের দখলে চলে গিয়েছিল। ক্রেতা এবং বিক্রেতাদের সমারোহে পথচারীদের যাতায়াতের উপায় ছিল না। ওই হকারদের উচ্ছেদের জন্য কলকাতা হাই কোর্টে মামলা হয়।  

সোমবার ওই জায়গায় হকার সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিং সাফ জানিয়ে দিল হকার দের জন্য ফুটপাতের যে এক-তৃতীয়াংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তার মধ্যেই পসরা সাজিয়ে বসতে হবে।প্রসঙ্গত, ওই হোটেলের সামনে ফুটপাতের দুই-তৃতীয়াংশ জায়গা পথচারীদের জন্য এবং এক-তৃতীয়াংশ এলাকা হকারদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে পুলিশ, পুরসভা এবং টাউন ভেন্ডিং কমিটি।

উল্লেখ্য এই পসার সাজাতে হকারেরা বিদ্যুৎ চুরি করেন কি না, সেই প্রশ্নও উঠেছিল। সিইএসসি অবশ্য জানিয়েছে, ওই হকারেরা বিদ্যুৎ চুরি করেন না। তাঁদের বিদ্যুৎ সরবরাহের জন্য দু’টি মিটার বসানো আছে।

কোর্টের এই নির্দেশের ফলে আপাতত স্বস্তি পেলেও ধর্মতলা দিয়ে নিত্য যাতায়াত করা পথচারীদের অনেকের অবশ্য প্রশ্ন, ফুটপাতের এক-তৃতীয়াংশে হকারেরা আবদ্ধ থাকবেন তো? না কি বিপাকে পড়তে হবে নিত্য পথচারীদের। 

You might also like!