কলকাতা, ১৫ জানুয়ারি : "কারও যদি ইংরেজিতে কথা বলতে অসুবিধা থাকে তাহলে আমি বাংলাতেই শুনানি শুনব। বাংলা ভাষার কথা বলাটা অত্যন্ত জরুরি। এখন থেকে আমার এজলাসে বাংলাতেও শুনানি হবে।"
সোমবার হাইকোর্টে এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত সূত্রের খবর, এই সঙ্গে ওই মামলার নির্দেশের কপি দেখতে গিয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশের সমালোচনা করেন বিচারপতি। তিনি বলেন, "সব ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ সঠিক নির্দেশ দিচ্ছে না।"
কোন মামলা? আদালত সূত্রে জানা গেছে, এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে কিছু পুরনো মামলার শুনানি চলছিল। সেই সময় এজলাসে এক যুবককে হাতজোড় করে থাকতে দেখে বিচারপতি জানতে চান, "আপনি হাতজোড় করে দাঁড়িয়ে আছেন কেন?"
জবাবে ওই যুবক বিচারপতি গঙ্গোপাধ্যায়কে জানান, তিনি ইংরেজি বোঝেন না। বোনের বিয়ের জন্য আড়াই লাখ টাকা জমিয়েছিলেন। একটি মামলায় তাঁর কাছ থেকে আইনজীবী ভুল বুঝিয়ে মামলা ফাইল করার জন্য এক লাখ টাকা নেয়। আদালতের নির্দেশের কপি তোলার জন্য পরে আরও এক লাখ টাকা নেওয়া হয়। তারপরেও মামলায় সুবিচার পাননি বলে বিচারপতির কাছে অভিযোগ জানান ওই যুবক।এর পরেই বিচারপতি বলেন,“এখন থেকে আমার এজলাসে বাংলাতেও শুনানি হবে"।