kolkata

1 year ago

Firhad Hakim : রাবিশ বোঝাই গাড়ি রুখলেন ফিরহাদ, জলাশয় ভরাট রুখতে পুলিশকে ব্যবস্থার নির্দেশ

Firhad Hakim (File Picture)
Firhad Hakim (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জলাশয় ভরাট রুখতে এবার নিজেই মাঠে নেমে পড়লেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।  মাঝেরহাট ব্রিজের নিচে দাঁড়িয়েই রাবিশ বোঝাই গাড়ি রুখলেন খোদ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। জলাশয় ভরাট রুখতে ব্যবস্থা নিতে হবে বলেই জানান তিনি। 

কলকাতায় বহু পুরনো বাড়ি ভেঙে সেখানে গড়ে উঠছে বহুতল। সেই আবর্জনা অনেকেই আবার ফেলছেন পুকুরে। তার ফলে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানে কলকাতা পুরসভার তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তা সত্ত্বেও সোমবার দুপুরে মাঝেরহাট ব্রিজে রাবিশ বোঝাই গাড়ি দেখে কার্যত বিরক্ত ফিরহাদ হাকিম। কীভাবে গাড়িগুলি দক্ষিণ কলকাতার ভিতরে ঢুকল, পুলিশের উদ্দেশে সে প্রশ্ন করেন মেয়র।

জলাশয় বোঝাই রুখতে যথেষ্ট উদ্যোগী কলকাতা পুরসভা। ইতিমধ্যেই পুকুর বোজানো বন্ধ করতে পুরসভার তরফে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়। এদিন রাবিশ বোঝাই গাড়ি রুখে ফিরহাদ বলেন, “এভাবে যদি আমাদের একা দূষণের বিরুদ্ধে লড়াই করতে হয়, তবে জলাশয় ভরাট বন্ধ করা অসম্ভব হয়ে যাবে। পুলিশ কমিশনারকে কড়া নজরদারির ব্যবস্থা করতে বলব। তা না হলে জলাশয় ভরাট রোখা সম্ভব হবে না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একথা জানাবেন ফিরহাদ।


You might also like!