kolkata

1 year ago

Kamalgazi fire:কামালগাজি উড়ালপুলের নীচে আগুন! পুড়ে গেল দোকান, ঝলসে মৃত্যু এক বৃদ্ধার

Kamalgazi fire
Kamalgazi fire

 

সোনারপুর, ২০ ডিসেম্বর : দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি উড়ালপুলের নীচে আগুন লেগে পুড়ে গেল একটি দোকান। এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। মৃতার দেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামালগাজি উড়ালপুলের নীচে একটি অস্থায়ী দোকান করেছিলেন ওই বৃদ্ধা। সেখানেই থাকতেন। মঙ্গলবার ভোরে ওই দোকানঘরটিতে আগুন লেগে যায়। আগুন দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দমকল এবং পুলিশকে খবর দেন। দমকল এসে আগুন নেভায়। পরে মৃতার দেহ উদ্ধার হয়।


You might also like!