কলকাতা, ১৭ জানুয়ারি : রামমন্দির নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধিতা করছেন। বুধবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর সংহতি যাত্রা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন ২২ তারিখেই তৃণমূলের সংহতি মিছিল? তাঁকে প্রশ্ন করা হলে কটাক্ষ করে তিনি বলেন, ''সব রামের ইচ্ছা। যারা চিরদিন জাতীয় সংহতির বিরুদ্ধে কাজ করে এসেছে, তারাই সংহতি মিছিল করছে। এর থেকে বড় বিড়ম্বনা আর কিই বা হতে পারে। দেশে বা কেন্দ্রে যা অনুষ্ঠান হয়, তার সবসময় উনি বিরোধিতা করে এসেছেন। এটাকেই উনি রাজনীতি মনে করেন। তাই আজ উনি এমন জায়গায় পৌঁছে গেছেন, তার আলাদা জাতীয় সঙ্গীত চাই, আলাদা জাতীয় পতাকা চাই, আলাদা কোর্ট চাই, আলাদা পার্লামেন্ট চাইবেন। যার চিন্তাভাবনার মধ্যে সংহতি নেই, তিনি যতই সংহতি যাত্রা করুন, কিছু হবে না।''