kolkata

1 year ago

Sunday weather forecast: রবিবার পরিষ্কার আকাশ, বেলায় বাড়বে তাপমাত্রা

Clear skies on Sunday, temperatures will rise during the day
Clear skies on Sunday, temperatures will rise during the day

 

কলকাতা, ১০ মার্চ: রবিবার মূলত পরিষ্কার থাকবে আকাশ। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। তবে সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

এদিন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বাড়লেও অস্বস্তি থাকবে না বলেই জানা গেছে। দিনভর পরিষ্কারই থাকবে আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

তবে পুবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বৃহস্পতিবার রাজ্যে হাওয়া বদল হতে পারে বলে জানা যাচ্ছে।


You might also like!