দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করল সিআইডি। এক মামলার সুত্রেই তাঁর স্বামীকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে তলব করা হয়েছে। তবে বিচারপতির স্বামী কি এখন সিআইডি দফতরে হাজিরা দেবেন? এই নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিআইডি। আগেও একবার বিচারপতির স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা গিয়েছে।
শনিবার সকাল ১১টার সময় জিজ্ঞাসবাদের জন্য অমৃতা সিনহার স্বামীকে তলব করা হয়েছে। সিআইডির এক শীর্ষকর্তা সূত্রে খবর, 'আগামিকাল তাঁকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য'। যে মামলার সূত্রে বিচাপতির স্বামীকে ডাকা হয়েছে, তা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সিআইডি সূত্রে জানা গিয়েছে। এই মামলায় বিচারপতির স্বামীকে এর আগে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
যে মামলায় বিচারপতির স্বামীকে ডেকে পাঠানো হয়েছে, সেটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সম্প্রতি বিচারপতির স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের মামলায় কোনও বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানায় শীর্ষ আদালত। তবে গত ১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায়, আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ।
ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধ ভাবে হস্তক্ষেপ করার অভিযোগ ওঠে বিচারপতির স্বামীর বিরুদ্ধে। পেশায় তিনিও আইনজীবী। ৬৪ বছরের এক বিধবা এবং তাঁর মেয়ের অভিযোগের প্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পরে অবশ্য এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানায় সুপ্রিম কোর্ট। তবে গত ১ ডিসেম্বর শীর্ষ আদালত জানিয়েছিল, আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ।