কলকাতা, ১৩ জানুয়ারি : বাংলায় নারীদের সম্মান নিয়ে সরব এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই। শনিবার এমনটাই দাবি করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এদিন উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি একথা জানান। তিনি আরোও বলেন, ''উত্তরপ্রদেশের ঘটনার পর অবিলম্বে বিজেপির ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল।
এদিন রাজ্যে নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ''ভারতীয় জনতা পার্টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পাল্টা অন্য বিষয় উত্থাপন করেন। উত্তরপ্রদেশ আইটি সেলের কিছু কর্মীরা জঘন্য কাজ করেছে। উত্তরপ্রদেশের ঘটনার পর কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিপীড়িত মহিলাদের বিরুদ্ধে লড়াই করে।আমরা বাংলার প্রতিটি প্রান্তের মহিলাদের কাছে গিয়ে সত্য উত্থাপন করে বিজেপির মুখোশ খুলে দেবো। একইসঙ্গে আমরাও দেখতে চাই বিজেপি কতদিন মুখে কুলুপ এঁটে থাকতে পারে।''