kolkata

1 year ago

News Year 2024 : নতুন বছরকে স্বাগত জানাতে দেদার উল্লাস!গ্রেফতারের সংখ্যা একশোর গন্ডি ছাড়ালো

Kolkata Police (Symbolic Picture)
Kolkata Police (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ষশেষের দিন আইন উলঙ্ঘণ করা চলবে না, মদ্যপান করে গাড়ি চালানো চলবে না, কলকাতা পুলিশের  বারংবার নিষেধ সত্বে ও শহরবাসীর কানে যেন সে কথা পৌঁছয়নি। আর তারপরই যেমনটা হওয়ার তেমনই হল। বর্ষবরণের রাতে শহরে বিভিন্ন অভিযোগে গ্রেফতার মোট ৪৫৭ জন।

কলকাতা পুলিশ সূত্রে খবর, রাত্রিবেলা রাস্তায় বেরিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করায় মোট ১ হাজার ৫৭০ টি মামলা দায়ের করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। এরমধ্যে বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগ রয়েছে ৫৫৭টি। এছাড়াও বাইকে বসা অনেক সওয়ারি হেলমেট ছাড়াই যাতায়াত করছেন। সেই অভিযোগ রয়েছে ২১৬টি।

তবে শুধু হেলমেট নয়। ফাঁকা রাস্তা পেয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ জমা পড়েছে ৩১১টি। এছাড়াও, মদ্যপান করে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য ২৮৭ টি এবং অন্যান্য কারণে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ ১৯৯ জনের বিরুদ্ধে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, করোনার জেরে দু’বছর চুটিয়ে হইহুল্লোড় করতে পারেনি এ শহর। এ বছরও করোনার খবর সামনে আসছে কিন্তু রোগভোগকে থোড়াই কেয়ার বাঙালির! চার্চ থেকে চিড়িয়াখানায় ভিড় ছিল চোখে পড়ার মতো। হোটেল রেস্তোরাঁগুলিতে তিল ধারনের জায়গা নেই। আর শহরের ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখতে সারা রাত চলেছে পুলিশের নজরদারি।

You might also like!