কলকাতা, ৪ জানুয়ারি : বৃহস্পতিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ব্রিগেড সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। ব্রিগেডে দাঁড়িয়েই তিনি একযোগে আক্রমণ করেন তৃণমূল-বিজেপিকে। ২০২৪-এ যুব ব্রিগেডের আগে বামেদের ভরসা ‘প্রজাপতি’ ছবির ‘ডিম-পাউরুটি’ গানের প্যারোডি।
৭ জানুয়ারি ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশ ঘিরে তৎপরতা তুঙ্গে। যেনতেন প্রকারে বৃদ্ধতন্ত্রের তকমা ঘোচাতে মরিয়া সিপিএম। পক্ককেশ নয়, তরুন প্রজন্মকে ব্রিগেডে টানতে মরিয়া আলিমুদ্দিন। লোকসভা ভোটের আগে নয়া বার্তা দিতে ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশে কালো মাথা দেখতে চাইছে তারা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর আহ্বান, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ব্রিগেড ভরাতে হবে কালো মাথা দিয়ে। সম্ভবত সেকারণেই অতি আধুনিক গানের প্যারোডি তৈরি করে সেটা সামাজিক মাধ্যমে ছাড়া হচ্ছে।
বাম আন্দোলনে প্যারোডির আঙ্গিকে গান উপস্থাপন নতুন কিছু নয়। কিন্তু সাম্প্রতিক অতীতে বাম যুবদের ‘রুচি’ নিয়ে প্রশ্ন উঠছে। এর আগে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে সংযুক্ত মোর্চার ব্রিগেডে বামেরা ব্যবহার করেছিল টুম্পা সোনা গানের প্যারোডি। ‘ডিম-পাউরুটি গানটির প্যারোডি করে বুধবার রাতে সামাজিক মাধ্যমে দিয়েছে ডিওয়াইএফআই। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের প্রোফাইলেও রয়েছে ওই গান।
‘প্রজাপতি’ ছবির ‘ডিম-পাউরুটি’ গানটির বেশ কিছু সংলাপ অবিকল ব্যবহার হয়েছে বামেদের প্যারোডিতে। ওই প্যারোডিতে তৃণমূল এবং বিজেপি দুই শিবিরকে আক্রমণ করা হলেও তৃণমূল বিরোধিতার ঝাঁজই যেন বেশি। তবে এই প্যারোডি প্রকাশের পর দলের অন্দরেই প্রশ্ন উঠছে, এক সময় যে বামেরা গণসঙ্গীতের মাধ্যমে আমজনতার দৃষ্টি আকর্ষণ করত, সেই বামেদের এখন এভাবে প্যারোডি ব্যবহার করতে হচ্ছে কেন?
সিপিএমের যুব সংগঠনের নেতারাও ইতিমধ্যে ব্রিগেডে সভাস্থল পরিদর্শন করেন। প্রস্তুতি দেখেন মিনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্তরা। ছিলেন সিপিএমের কলকাতা জেলার নেতারাও। ডিওাইএফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ। সেখানে সংগঠনের রাজ্য সম্পাদক মিনাক্ষীর মুখকে সামনে রেখেই রাজ্যজুড়ে প্রচার চলছে। কাটআউট, ব্যানারে মিনাক্ষীর ছবি। যা নিয়ে সিপিএমের মতো দলে শুরু হয়েছে বিতর্ক। ছবি দিয়ে পার্টিতে ব্যক্তি প্রচার কেন উঠছে প্রশ্ন।