কলকাতা, ১৫ জানুয়ারি: জমজমাট ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গই। শীতে কাঁপছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি। কনকনে ঠান্ডা রয়েছে মহানগরী তিলোত্তমাতেও। তবে, এই ঠান্ডা বেশি সময় স্থায়ী হবে না। বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর, পাশাপাশি আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকেই দিন ও রাতের তাপমাত্রা চড়বে।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া বিজ্ঞানী গণেশ কুমার দাস বলেছেন, ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হবে, সেখান থেকে আর্দ্রতা আসবে। এছাড়াও ঝাড়খন্ড অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা ছাড়া বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মঙ্গলবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা। বৃষ্টির পাশাপাশি কুয়াশার পরিমাণও বেশি থাকবে এই তিন জেলায়। আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি এলাকায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।