kolkata

1 year ago

Adhir Ranjan Chowdhury: পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল বিপজ্জনক ব্যক্তিদের রক্ষা করার জন্য কাজ করে : অধীর চৌধুরী

Adhir Ranjan Chowdhury (File picture)
Adhir Ranjan Chowdhury (File picture)

 

বহরমপুর, ৭ জানুয়ারি : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে 'বোকা' আখ্যা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর মতে, "ইডি কী করবে? ইডি আসলে বোকা। বাংলার শাসক দল তার (শাহজাহান শেখ) দেখাশোনা করবে। বাংলার শাসক দল বিপজ্জনক ব্যক্তিদের রক্ষা করার জন্য কাজ করে।" আসলে তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে ইডি-র লুকআউট সার্কুলার জারির প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

লুকআউট সার্কুলার প্রসঙ্গে অধীর চৌধুরী রবিবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, "এটি আসলে 'লুক আফটার' সরকার। সুতরাং, লুকআউট সার্কুলারের মানে কী? সীমানা ছিদ্র...তাঁদের বড় দাবি করা উচিত নয় - সেটা বিজেপি, ইডি বা সিবিআই হোক। বিজেপি রোহিঙ্গাদের নিয়ে কথা বলছে...কিন্তু এত সময় তারা কোথায় ছিল? কোথায় ছিল স্বরাষ্ট্র মন্ত্রক ?...এখন বিষয়টি যখন খবরে এসেছে, তখন তারা মেরুকরণের রাজনীতি শুরু করেছে। তাদের দেখাশোনাকারীদের বিরুদ্ধে কিছু করা উচিত।"

You might also like!