kolkata

1 year ago

Kolkata Metro: শহরে অতিরিক্ত মেট্রো চলবে টেটের দিন! সকাল থেকেই শুরু হবে পরিষেবা

Kolkata Metro (File Picture)
Kolkata Metro (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২৪ শে ডিসেম্বর টেট পরীক্ষা। তাই সেদিন বাড়তি মেট্রো চালানো হবে। সেদিন যেহেতু রবিবার, নিয়মমতো সকাল ৯টায় পরিষেবা শুরুর কথা। কিন্তু ২৪ তারিখ অন‌্যান‌্য দিনের মতোই সকাল ৬টা ৫০ মিনিট থেকেই পরিষেবা শুরু হয়ে যাবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।

ওই রবিবার প্রায় ১০০টা মেট্রো বাড়তি চলবে। বৃহস্পতিবার মেট্রোর তরফে প্রেস রিলিজ করে জানানো হয়েছে, টেটের দিন ২৩৪টি মেট্রো চলবে। যেখানে সাধারণ রবিবার ১৩০টি ট্রেন চলে। টেট পরীক্ষার পাশাপাশি ওইদিন ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতাপাঠের অনুষ্ঠানও রয়েছে। স্বাভাবিকভাবেই অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অতিরিক্ত মেট্রো হলে সুবিধা হবে সকলেরই।

You might also like!