kolkata

1 year ago

ABHISHEK BANNERJEE: রাম মন্দিরের বিতর্ক উস্কে দিলেন অভিষেক

Abhishek Banerjee on Ram Mandir Issue (File Picture)
Abhishek Banerjee on Ram Mandir Issue (File Picture)

 

কলকাতা, ২১ জানুয়ারি: সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান। যার শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগের দিন রবিবার রাম মন্দির প্রসঙ্গে অর্থবহ ইঙ্গিত করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ফের একবার রাম মন্দিরের ইতিহাস স্মরণ করিয়ে বিতর্ক উস্কে দিলেন। এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ''আমার ধর্ম আমাকে কোনও উপাসনালয়কে গ্রহণ করতে এবং আলিঙ্গন করতে শেখায়নি, সেটা মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বারই হোক না কেন, যেখানে ঘৃণা, হিংসা এবং নিরপরাধদের মৃতদেহের উপর নির্মিত হয়েছে।''

প্রসঙ্গত, অযোধ্যায় বাবরি মসজিদের উপর আক্রমণ, রাম মন্দির নিয়ে দীর্ঘদিনের মামলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মতো একাধিক বিতর্ক যুক্ত আছে রাম মন্দিরের ৫০০ বছরের সংগ্রামী ইতিহাসের সঙ্গে। তাই রাম মন্দির উদ্বোধনের আগেই এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

You might also like!