কলকাতা, ৭ মার্চ: এসএসসি মামলায় নবম-দশম চাকরিহারাদের একাংশের এবার নয়া আবেদন। বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই বিচারপতি থাকাকালীন তাঁর নির্দেশ খারিজের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টে চাকরিহারারা। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নবম-দশম, গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিহারাদের নয়া আবেদন। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা।
মামলাকারীদের দাবি, বিচারপতি পদে থাকাকালীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রায় দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কখনই ‘নিরপেক্ষ’ বিচার করেননি। রাজনীতিতে যোগদানের আগে স্রেফ নিজের ভাবমূর্তি গড়ে তোলার জন্য এমন রায় দিয়েছেন। বিজেপিতে যোগদানের আগে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশগুলি দিয়েছিলেন সেগুলির কোনও গ্রহণযোগ্যতা নেই বলেই দাবি মামলাকারীদের। তাই সেই নির্দেশগুলি খারিজ করার দাবি চাকরিহারাদের একাংশের।