kolkata

1 year ago

Ram Mandir : ৫০০ টাকার নোটে আসুক রাম মন্দিরের প্রতিকৃতি! দাবি বিজেপি সাংসদের

Soumitra Khan (File Picture)
Soumitra Khan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কেন্দ্রের কাছে দাবি রাখেন ৫০০ টাকার নোটে আসুক রামমন্দিরের ছবি। একইসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, 'দুর্নীতির টাকা রাখতে দেব না, কেন্দ্র সরকারের কোষাগারে জমা করবই।' 

লোকসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক তছরুপের ইস্যুতে সরব গেরুয়া শিবির। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির তদন্তে রাজ্যে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। এই নিয়ে আগেও সরব হয়েছেন বিরোধীরা। এদিকে আগামী ২২ তারিখ উদ্বোধন করা হবে রাম মন্দিরের। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতি সরগরম। সোমবার ছিল মকরসংক্রান্তি। এদিন দামোদরের দুর্গাপুর ব্যারেজে পূণ্যস্নান করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। 

সাংসদ বলেন- 'আগামী ২২ জানুয়ারি সনাতনি হিন্দুদের কাছে গর্বের দিন। প্রভু রামচন্দ্র সনাতনীদের আবেগ। ভারতবর্ষের ইতিহাসে হিন্দুরাজাদের বীরত্বের কাহিনী পড়ানো হয়নি। সনাতনি হিন্দুরা গর্বের হিন্দুস্তান ফিরে পাক। তাই পাঁচ'শ টাকার নোটে রামমন্দিরের ছবি দেওয়ার হোক। আগামী লোকসভায় রাজ্যে বিজেপি ৩৫ আসন পাবে।'

৫০০ টাকার নোটে রামমন্দিরের ছবি দেওয়ার মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। ওই দিন সমস্ত সনাতনি হিন্দুদের বাড়িতে কমপক্ষে ৫টি করে প্রদীপ জ্বালাতে বলেছেন। এরই মধ্যে বিজেপি সাংসদের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

You might also like!