kolkata

1 year ago

Cash Recovered:ট্রেনে যাত্রীর কাছ থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধার

50 lakh rupees recovered from the passenger in the train
50 lakh rupees recovered from the passenger in the train

 

কলকাতা, ১৫ মার্চ  : বৃহস্পতিবার আসানসোলে ডাউন গঙ্গাসাগর এক্সপ্রেসের বি-৬ বগিতে টিকিট ছাড়াই ভ্রমণ করা একজন যাত্রীর কাছ থেকে একটি ট্রলি উদ্ধার করা হয় যাতে নগদ ৫০লক্ষ টাকা পাওয়া যায়। যাত্রীর অস্বাভাবিক আচরণ দেখে আরপিএফের সন্দেহ হয়, পরে তাকে ধরা হয়। বিপুল পরিমান টাকা উদ্ধারের পর আয়কর দফতর তদন্ত শুরু করেছে।

শুক্রবার আরপিএফের তরফে জারি করা সরকারি বিবৃতিতে বলা হয়েছে,যখন তার ট্রলি ব্যাগটি খোলা হয়েছিল, তখন ৫০ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছিল। কেন এত বিপুল পরিমাণ টাকা নিয়ে ওই ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছিলেন, টাকার উৎস কী, এসব বিষয় খতিয়ে দেখছেন আয়কর কর্মকর্তারা।

আরপিএফ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মোহিত কুমার (২১)। তিনি বিহারের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, তিনি গঙ্গাসাগর এক্সপ্রেসে করে হাওড়া যাচ্ছিলেন।

আরপিএফের আসানসোল ডিভিশনের কমান্ড্যান্ট রাহুল রাজ বলেন, উদ্ধার হওয়া টাকা গোনার পরে দেখা গেছে,ব্যাগে নগদ ৫০ লক্ষ টাকা ছিল। এরপর আরও তদন্তের জন্য মোহিত নামের ওই যুবককে আয়কর বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, কী ভাবে টাকা পেলেন তা নিয়ে এখনও মুখ খোলেননি মোহিত। তদন্তকারীদের ধারণা, ওই যুবককে কাউকে টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।


You might also like!