kolkata

1 year ago

Kolkata Metro Orange Line : তৈরী কলকাতা মেট্রোর ৩২ কিলোমিটার দীর্ঘ অরেঞ্জ লাইন! কোথায় পরিসেবা মিলবে?

Kolkata Metro  (Symbolic Picture )
Kolkata Metro (Symbolic Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেট্রোরেলের অরেঞ্জ লাইনের ফেজ-ওয়ান যাত্রী পরিবহণের জন্য পুরোপুরি তৈরি। কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত সাড়ে চার কিলোমিটার অংশে রয়েছে কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (হাইল্যান্ড পার্ক), জ্যোতিরিন্দ্র নন্দী (মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি), কবি সুকান্ত (অভিষিক্তা মোড়) ও হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন। 

এ পর্যন্ত অংশকেই ফেজ-ওয়ান হিসেবে বেছে রাখা রয়েছে। বাকি বিভিন্ন স্টেশন তৈরির কাজও চলছে জোরকদমে। ২০২৬-এর মধ্যে কলকাতা মেট্রোর পাঁচটি রুট চালু করার চেষ্টা চালাচ্ছে নির্মাণকারী সংস্থাগুলি। মহানগরে মেট্রোর নির্মীয়মাণ লাইনগুলির মধ্যে দীর্ঘতম হলো কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত অরেঞ্জ লাইন বা লাইন সিক্স। 

এই লাইনের বেশ কিছু স্টেশনের কাজ অনেকটা এগিয়েছে নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। সেই তালিকায় নবতম সংযোজন নলবন এবং মাদার ওয়্যাক্স মিউজ়িয়াম। উইক-এন্ড এবং ছুটিছাটার দিনে সুযোগ পেলেই অনেকে ভিড় জমান শহরের বিভিন্ন দর্শনীয় জায়গায়। তাই এ সব জায়গার আশপাশে থাকা স্টেশনগুলি দ্রুত শেষ করতে চায় আরভিএনএল।

দিন কয়েক আগেই কলকাতা মেট্রো জানিয়েছিল, অরেঞ্জ লাইনেরই ইকো পার্ক স্টেশন তৈরির কাজ শেষের পথে। ইকো পার্ক স্টেশনের প্রতিবেশী মাদার ওয়্যাক্স মিউজ়িয়াম সম্পর্কেও এ বার একই ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'স্টেশনের ছাদ তৈরির কাজ শেষের পথে। মেঝে কিছুদিন আগেই তৈরি হয়েছে। মেঝেয় গ্রানাইটের টাইলস বসেছে। স্টেশনে ১৮০ মিটার দীর্ঘ দু'টি প্ল্যাটফর্ম রয়েছে। এ ছাড়া ছ'টি এসকালেটর, চারটি লিফট ও ছ'টি সিঁড়ি থাকছে। মহিলা, পুরুষ ও বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য আলাদা শৌচাগারও থাকছে।'

অরেঞ্জ লাইনের নলবন স্টেশনের কাজ যাতে দ্রুত শেষ করা যায়, সে দিকে বিশেষ নজর মেট্রোর। আধিকারিকরা জানাচ্ছেন, কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত অংশ চালু করার পর ভিআইপি বাজার থেকে বেলেঘাটা পর্যন্ত চারটি স্টেশনকে যাত্রী পরিবহণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। 

উল্লেখ্য, স্টেশন গৌরকিশোর ঘোষ থেকে নলবন পর্যন্ত আসার ভায়াডাক্ট তৈরির কাজটি অল্প দিন হলো শুরু হয়েছে। তবে কাজের গতি নিয়ে আশাবাদী তাঁরা।

You might also like!