Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

International

1 year ago

New York: বন্দুকবাজের হামলা ঘটলো আবার আমেরিকায়! আহত ৬ আর নিহত ১

Attacked incident had happened again in the New York city of  America
Attacked incident had happened again in the New York city of America

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা ঘটলো। এবার নিউইয়র্ক শহরের রোচেস্টারে এক পার্কের মধ্যে এলোপাথাড়ি গুলি চালালো একজন দুষ্কৃতি। ঘটনায় নিহত হয়েছে এক আর আহত হয়েছেন আরো ছয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কী কারণে গুলি চললো তা এখনও পর্যন্ত ঠিক স্পষ্ট নয় আর এখনও অবধি কেউ গ্রেপ্তার হয়নি বলেই জানা গিয়েছে! 


রোচেস্টার পুলিশ সূত্রে জানা গেছে,গত রোববার সন্ধ্যে ৬.২০টার সময়ে হঠাৎই ওই পার্কে গুলি চলার খবর আসে পুলিশদের কাছে। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখে অনেক মানুষ বেশ দিকভ্রান্ত হয়ে ছুটছে আর পার্কের মধ্যে গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছেন একাধিক জন। তাদের দাবি অনুযায়ী, এই হামলায় ২০ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরো একজন আর আহত বাকি ৫ জন নাবালক। তাদের দ্রুত সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও একাধিক জন এই হামলায় সামান্য আহত হয়েছেন আর তাঁরা নিজেরাই গাড়িতে বা অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে যান। এই হামলায় মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি বলে দাবি করেছে পুলিশের তরফে। পাশাপাশি যে দুষ্কৃতী এ হামলা চালিয়েছিল তারও সন্ধান শুরু হয়ে গেছে। এ হামলার তদন্তে নেমেছে একাধিক পুলিশ বিভাগ যেমন আয়রনডেকোয়েত পুলিশ, মনরোই কাউন্ট্রি শেরিফস, রোচেস্টার পুলিশ ও নিউইয়র্ক স্টেট পুলিশ যৌথভাবে গোটা ঘটনার তদন্তে নেমেছে। উল্লেখ্য, আমেরিকার মাটিতে এ ধরনের হামলার ঘটনা অবশ্য এটাই প্রথমবার নয়, আগে দফায় দফায় আমেরিকার নানা প্রান্তে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। গত ২১ জুলাই রবিবার এমনই ঘটনা ঘটেছিল মিসিসিপির এক নাইটক্লাবে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালায়। সেই ঘটনায় নিহত হয়েছে তিনজনের আর আহত হয়ে ছিলেন ষোলোজন।  


You might also like!