Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

International

6 months ago

Elon Musk: নাৎসি কায়দায় স্যালুট! বিতর্কের মুখোমুখি ইলন মাস্ক

Elon Musk
Elon Musk

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী এবং মার্কিন ধনকুবের শিল্পপতি ইলন মাস্ক বৰ্তমানে ডিপার্টমেন্ট অফ গভরনমেন্ট এফিসিয়েন্সি’র প্রধান। এদিকে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ক্যাপিটোল ওয়ান এরিনায় বক্তব্য রাখার সময় যেভাবে এই ধনকুবের হাত তুলে কায়দায় স্যালুট জানান, তাতে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে। অনেকে ব্যবহারকারী বলছেন,এই ভঙ্গিমা হিটলারের নাৎসি কায়দায় স্যালুট! এই বিতর্কের মাঝে আবার মুখ খুলেছেন টেসলা প্রধান ইলন মাস্কও। 

ভিডিও-তে দেখা গেছে, ইলন মাস্ক তাঁর ডান হাত বুকে ঠূকে তারপর তা  শূন্যে উঁচিয়ে দিয়েছেন। আর তাঁর এইরূপ ভঙ্গিমা দেখে নেট দুনিয়ার অনেকে মনে করছেন এটি হিটলারের নাৎসি বাহিনীর  কায়দার  স্যালুট। প্রসঙ্গত, আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে-এর অত্যন্ত ঘনিষ্ঠ ইলন মাস্ক। আর প্রেসিডেন্ট ঘনিষ্ঠ  ইলন মাস্কের এই আচরণকে অনেকেই  নাৎসি  ‘সিগ হেইল’ বলে মনে করেন। যে অঙ্গভঙ্গিমাকে নাৎসি জার্মানিতে অভিবাদন হিসেবে ব্যবহৃত হত। এটি মূলত  সোজা হাত দিয়ে কাঁধ থেকে ডান হাত বাতাসে প্রসারিত করে স্যালুট করা হয়। সাধারণত, স্যালুট প্রদানকারী ব্যক্তি বলবেন " হেইল হিটলার!" ইতিহাসবিদ তথা নাৎসি বিশেষজ্ঞ ক্লেয়ার আউবিন বলছেন,' আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি হ্যাঁ আপনারা চোখে দেখে যা বুঝেছেন তা সঠিক। এটি সিগ হেইল, বা নাৎসি স্যালুট।' রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথের দিনই তাঁর ঘনিষ্ঠ ইলন মাস্কের এই অঙ্গভঙ্গি নিয়ে বলতে ছাড়ছে না বিপক্ষের কনজারভেটিভরাও।

তবে এইসব অভিযোগকে প্রাধান্য দিতে নারাজ শিল্পপতি ইলন মাস্ক।  মাস্ক বলছেন,' খোলাখুলিই বলছি ওঁদের উচিত আরও নোংরা কিছু বুদ্ধি বের করা। সকলকে হিটলার বলাটা না পুরনো হয়ে গিয়েছে।' অনেকে মনে করছেন,ইলন মাস্ক মজার মানুষ তাই হয়তো ওইরূপ ভঙ্গিমা করেছেন। ঐতিহাসিক রুথ বেনের মতে ‘এটা নাৎসি স্যালুটই ছিল।’কিছু জন আবার বলেছেন, 'এটা উৎসাহের চোটে হয়েছে নাৎসি স্যালুট নয়।'

You might also like!