Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

International

9 months ago

US Election Results 2024: ১৩২ বছর পর ফের এমন ঘটনা, ভোটে জিতেই ‘সোনার আমেরিকা’র স্বপ্ন দেখালেন ট্রাম্প

Donald Trump
Donald Trump

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের প্রবণতায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতে যাচ্ছেন। প্রথম থেকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের তুলনায় এগিয়ে থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন ট্রাম্প। দ্বিতীয়বার হোয়াইট হাউসের অধীশ্বর হতে চলা ট্রাম্প এই জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রের বিপুল জয় বলে ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন, অনেকে বলে থাকেন যে, ঈশ্বর আমার প্রাণরক্ষা করেছেন একটি বিশেষ উদ্দেশ্য। আর তা হল দেশকে রক্ষা করার কাজের জন্য। আমার সরকার পরিচালনা একটাই লক্ষ্য থাকবে, তা হল যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পালন করে যাব। এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে।

এই মুহূর্তের গতিপ্রকৃতি অনুযায়ী কমলার দলের সঙ্গে বেশ কিছুটা দূরত্ব অর্জন করে সংখ্যাগরিষ্ঠ হতে চলেছেন ট্রাম্প। ভারতীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত হ্যারিসের পাল্লায় ২২৪ এবং ট্রাম্পের মুঠোয় যেতে চলেছে ২৬৭টি আসন।মার্কিন প্রেসিডেন্ট পদে বসার জন্য মোট ৫৩৮টির মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ২৭০টিতে জিততে হবে কোনও প্রার্থীকে। এখনও পর্যন্ত ট্রাম্পের পকেটে রয়েছে ৫১.২ শতাংশ এবং কমলা পেয়েছেন ৪৭.৪ শতাংশ সমর্থন। ভোটের জয়-পরাজয় সম্পর্কে ট্রাম্প বলেছেন, যদি পরিচ্ছন্ন ভোট হয়ে থাকে তাহলে তিনি পরাজয় মেনে নিতে রাজি আছেন। তবে ইভিএমের কারচুপি নিয়ে শাসক ডেমোক্র্যাটদের বিঁধে রেখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প অবশ্য জেতার বিষয়ে অত্যন্ত নিশ্চিত। তাঁর দাবি, হোয়াইট হাউসে দ্বিতীয়বারের জন্য তিনিই ফিরছেন। 

ইতিমধ্যেই সেনেটের অর্থাৎ দুই কক্ষবিশিষ্ট মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের দখল পেয়েছে রিপাবলিকানরা। যার ফলে আগামী বছর মার্কিন কংগ্রেসের একটি কক্ষে নিয়ন্ত্রণে থাকবে ট্রাম্পের দলের। হাউস অফ কমন্স অথবা নিম্নকক্ষ জনপ্রতিনিধিসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮। সেখানে ট্রাম্পের দল এগিয়ে রয়েছে ১৯২টিতে এবং ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে ১৭১টিতে।

You might also like!