Game

3 weeks ago

wimbledon 2025:অ্যানিসিমোভার স্বপ্ন ভেঙে উইম্বলডনে চ্যাম্পিয়ন সুইয়াটেক

wimbledon 2025
wimbledon 2025

 

লন্ডন, ১৩ জুলাই : দাপুটে পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন পোলিশ তারকা ইগা সুইয়াটেক।

সেন্টার কোর্টে শনিবার মেয়েদের এককের ফাইনালে ৬-০, ৬-০ গেমে জিতেছেন পোলিশ তারকা।

টানা ১৮ গেম জিতে কেরিয়ারে ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি উঁচিয়ে ধরলেন সুইয়াটেক। পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের অনন্য কীর্তি গড়লেন তিনি। গ্র্যান্ড স্ল্যামে এটি তাঁর শততম জয়, ১২০ ম্যাচে।

ফাইনালে কখনও হারেন না সুইয়াটেক। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন সুইয়াটেক। ছয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে জিতলেন প্রতিবারই। এর আগে তিনি চারবার জিতেছেন ফরাসি ওপেনে ও একবার ইউএস ওপেনে।

You might also like!