Game

2 weeks ago

Marcus Rashford transfer: ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ক্যাম্প ন্যু-তে যাচ্ছেন রাশফোর্ড

Rashford Camp Nou move
Rashford Camp Nou move

 

বার্সেলোনা, ২০ জুলাই: ওল্ড ট্রাফোর্ডে মার্কাস রাশফোর্ডের অধ্যায় শেষ। অনেক দিন ধরেই তার চোখ ছিল স্পেনের দিকে। অন্যদিকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও একজন উইঙ্গার খুঁজছিল। রাশফোর্ডকে নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা। সেই জল্পনার অবসান হতে চলেছে। এই ইংলিশ ফরোয়ার্ডকে দলে নিতে বার্সেলোনা যে প্রস্তাব দিয়েছে, তা গ্রহণ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এক মরসুমের জন্য মার্কাস রাশফোর্ডকে ধারে নেওয়ার প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। সেই প্রস্তাবের সঙ্গে থাকছে স্থায়ীভাবে তাকে কিনে নেওয়ারও অপশন। এই প্রস্তাব গ্রহণ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

জানা যচ্ছে, নতুন কোচ হান্সি ফ্লিক রাশফোর্ডের সঙ্গে দেখা করেছেন এবং বার্সায় যোগদানে সম্মতি দিয়েছেন।


You might also like!