Game

3 weeks ago

Cricket Update :ছক্কার রেকর্ডে রোহিতকে ছুঁলেন পন্থ

Pant batting record 2025
Pant batting record 2025

 

কলকাতা, ১৩ জুলাই : তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দারুণ ইনিংসটি পন্থ শেষ করেছেন রান আউট হয়ে। শনিবার ইংল্যান্ড সফরে আরেকটি পঞ্চাশোর্ধ ইনিংসের পথে বেশ কিছু কীর্তি গড়েছেন পন্থ।

এদিন ৮ চার ও ২ ছক্কায় ১১২ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন তিনি।

এই দুটি ছক্কায় ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় দুই নম্বরে রোহিত শার্মার পাশে বসেছেন তিনি। ১১৬ ইনিংসে ৮৮ ছক্কা মেরে কেরিয়ার শেষ করেন রোহিত। প্রাক্তন অধিনায়ককে পন্থ ছুঁয়ে ফেললেন ৮০ ইনিংসেই।

চূড়ায় থাকা বিরেন্দার শেবাগও এখন খুব বেশি দূরে নয় পন্থের কাছে। ১৮০ ইনিংসে ৯১ ছক্কা মারেন প্রাক্তন এই ওপেনার। রেকর্ডটা নিজের করে নেওয়া পন্থের কাছে এখন শুধু সময়ের ব্যাপার।

২০৪ ইনিংসে ১৩৩ ছক্কা নিয়ে বিশ্ব রেকর্ডটা এখন ইঙল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের দখলে।

You might also like!