Game

2 weeks ago

Football Flash:নেইমারের গোলে সান্তোসের জয়

Neymar scores for Santos
Neymar scores for Santos

 

কলকাতা, ১৭ জুলাই :বৃহস্পতিবার ব্রাজিলিয়ান সিরি আ'য় নেইমারের নৈপুণ্যে ফ্লামেঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে সান্তোস। ৮৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন নেইমার। কিছুদিন আগে ক্লাব বিশ্বকাপে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছিল ফ্লামেঙ্গো।

বল দখলে ফ্লামেঙ্গোর চেয়ে অনেক পিছিয়ে থাকলেও আক্রমণে সমান তালেই পাল্লা দিয়েছে সান্তোস। পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি ১০টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে। নেইমারের দলের ৮টি শটের ৪টি লক্ষ্যে ছিল।

ইনজুরি ও নিষেধাজ্ঞা কাটিয়ে আগের ম্যাচে ফিরেছেন নেইমার। এদিন পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন। পুরোপুরি ফিট হয়ে না উঠলেও এদিনের খেলায় তাঁর পায়ের ঝলক দেখা গেছে। ৮৪ মিনিটে গুইলের্মের পাস থেকে গোলটা করেছেন তিনি।

চলতি মরসুমে সান্তোসের হয়ে নেইমারের চতুর্থ গোল। এই গোলে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন তিনি। কেরিয়ারে ৭০০ গোলের অবদান রাখলেন নেইমার।

এই জয়ে ১৩ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েট নিয়ে ১৩ নম্বরে উঠেছে সান্তোস। ম্যাচ হারলেও ১৩ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ফ্লামেঙ্গো।


You might also like!