Game

5 months ago

GT vs PBKS, IPL 2025: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বাধিক ডাক আউটের রেকর্ড ভেঙেছেন গ্লেন ম্যাক্সওয়েল

Punjab Kings Glenn Maxwell
Punjab Kings Glenn Maxwell

 

কলকাতা, ২৬ মার্চ : মঙ্গলবার রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে আইপিএল ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর পাঞ্জাব কিংসের গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলের সর্বাধিক শূন্য রানের রেকর্ড ভাঙলেন। টাইটানসের স্পিনার আর সাই কিশোর ম্যাক্সওয়েলকে এলবিডব্লিউ আউট করেন, যা আইপিএলে তার ১৯তম শূন্য রান। আইপিএল মরশুমের শুরুতে রোহিত শর্মা গুজরাট টাইটান্সের বিপক্ষে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে শূন্য রানে আউট হওয়ার নজির গড়েছিলেন ১৮ বার। তিনি ম্যাক্সওয়েল এবং দীনেশ কার্তিকের সঙ্গে সমতা এনেছিলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বাধিক ডাক আউট:

গ্লেন ম্যাক্সওয়েল - ১৩০ ইনিংসে ১৯টি শূন্য

রোহিত শর্মা - ২৫৩ ইনিংসে ১৮টি শূন্য

দীনেশ কার্তিক - ২৩৪ ইনিংসে ১৮টি শূন্য

পীযূষ চাওলা - ৯২ ইনিংসে ১৬টি শূন্য

সুনীল নারাইন - ১১১ ইনিংসে ১৬টি শূন্য


You might also like!