Game

1 month ago

Cricket History Flashback: শুক্রবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় দিন, একদিনে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ডন ব্র্যাডম্যান!

Bradman records Test cricket
Bradman records Test cricket

 

কলকাতা, ৯ জুলাই : ১১ জুলাই ১৯৩০। এই দিনটাতে লিডসে ডন ব্র্যাডম্যান ইংল্যান্ডের বিপক্ষে একদিনে টেস্ট ম্যাচে অপরাজিত ৩০৯ রান করেছিলেন, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে একদিনে কোনও ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রানের রেকর্ড ছিল। তিনি সেই ম্যাচে মোট ৩৩৪ রান করেছিলেন, যার মধ্যে ৩০৯ রানই ছিল প্রথম দিনে।

এই ইনিংসটি ব্র্যাডম্যানের টেস্ট কেরিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি ছিল এবং একই সাথে একদিনে কোনও ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রানের রেকর্ডও ছিল। এই অসাধারণ ইনিংসের মাধ্যমে তিনি ক্রিকেট বিশ্বে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা আজও কেউ ভাঙতে পারেননি।

তাছাড়া ১৯৩০ সালের এই অ্যাশেজেই ৫ ম্যাচে ৭ ইনিংসে ১৩৯.১৪ গড়ে ৯৭৪ রান সংগ্রহ করেন তিনি। ৭ ইনিংসের চারটিই ছিল শতরানের ইনিংস, কেরিয়ার সেরা ৩৩৪-ও ছিল এই সিরিজেই। কোনও টেস্ট সিরিজে ৯০০ রান করেছেন ব্র‍্যাডম্যান ছাড়া শুধু একজনই — ১৯২৮-২৯ অ্যাশেজে ৫ ম্যাচে ৯ ইনিংসে ৯০৫ রান করেছিলেন ওয়ালি হ্যামন্ড।

You might also like!