Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Game

1 month ago

FIFA Club World Cup:ফিফা ক্লাব বিশ্বকাপ: সেমিফাইনালের প্রতিপক্ষ দলগুলি

FIFA Club World Cup Semi-final Matchups
FIFA Club World Cup Semi-final Matchups

 

কলকাতা, ৬ জুলাই : ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর্ব শেষ। এবার সেমিফাইনাল পর্ব। টুর্নামেন্টে টিকে আছে চার দেশের চার দল।

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল পিএসজি-বায়ার্ন এবং রিয়াল-ডর্টমুন্ড। বায়ার্ন হারিয়েছে পিএসজিকে আর রিয়াল মাদ্রিদ হারিয়েছে ডর্টমুন্ডকে। অপর দুই কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি এবং ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেনস।

চেলসি ও ফ্লুমিনেনস প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মঙ্গলবার ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে। আর তার পরের দিন বুধবার একই সময় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল।

ক্লাব বিশ্বকাপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। তাঁরা রেকর্ড পাঁচবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে। চেলসি ২০২১ সালে একবার এই টুর্নামেন্ট জিতেছে। তবে চলমান আসরে টিকে থাকা বাকি দুই দল—পিএসজি ও ফ্লুমিনেনস এখনও পর্যন্ত এই টুর্নামেন্ট জিততে পারেনি।

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের সূচি:

৮ জুলাই - চেলসি বনাম ফ্লুমিনেনস

৯ জুলাই - রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি

You might also like!