Game

3 months ago

Edinaldo Rodriguez :ব্রাজিলের ফুটবল-প্রধানকে সরিয়ে দেওয়ার আদেশ আদালতের

Edinaldo Rodriguez
Edinaldo Rodriguez

 

ব্রাসিলিয়া : কার্লো আনচেলত্তিকে কোচ নিয়োগ দেওয়ার তিন দিন পরই সিবিএফের প্রাক্তন সভাপতি আন্তনিও কার্লোন নুনেস দে লিমার সই জাল করার কারণে দায়িত্ব হারালেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনাল্দো রদ্রিগেজ।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এদনাল্দো রদ্রিগেজ ও গোটা বোর্ডকে বৃহস্পতিবার সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।

রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন সিবিএফের সহ-সভাপতিদের একজন ফের্নান্দো সাহ্নি। বৃহস্পতিবারের আদেশে তাকেই সংস্থাটির অন্তবর্তী সভাপতি ঘোষণা করেছেন আদালত। পাশাপাশি যত দ্রুত সম্ভব নির্বাচন করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।উল্লেখ্য সিবিএফের প্রাক্তন সভাপতি আন্তনিও কার্লোন নুনেস দে লিমার সই জাল করার অভিযোগ খতিয়ে দেখেছিল আদালত। সেটির প্রেক্ষিতেই রদ্রিগেজকে অপসারণের এই নির্দেশনা দেওয়া হলো।

You might also like!