Game

2 weeks ago

Cricket Update:শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

T20 series 2025 Bangladesh win
T20 series 2025 Bangladesh win

 

কলম্বো, ১৭ জুলাই :শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতল সফরকারীরা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৩৩ রানের লক্ষ্যে ২১ বল বাকি থাকতে এই রান তুলে নিল লিটন দাসের দল।

প্রথম ম্যাচ হারলেও পরের দুটি জিতে সিরিজের ট্রফি নিজেদের করে নিল বাংলাদেশ। এই সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয় এবং দেশের বাইরে সব মিলিয়ে পঞ্চম সিরিজ জয় ।

আর বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে দেশের বাইরে একাধিক সিরিজ জেতার কীর্তি গড়লেন লিটন দাস। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

কেরিয়ার সেরা বোলিং করেন মেহেদি হাসান। তিনি ১১ রানে ৪ উইকেট নেন। আর ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তানজিদ হাসান। একটি ৪ ও ৬টি ছক্কায় ৪৭ বলে ৭৩ রান করেন তিনি।

You might also like!