Game

6 days ago

WI vs AUS: টেস্টের পর টি-২০ তেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

Australia vs West Indies
Australia vs West Indies

 

কিংস্টন, ২৯ জুলাই : টেস্টে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার কাছে আগেই হোয়াইটওয়াশ হয়েছিল। এরপর টি-২০ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজটি ৫-০ তে জিতল অজিরা। সিরিজের শেষ টি-২০ ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া ১৯.৪ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। জবাবে ৩ ওভার ও ৩ উইকেট হাতে রেখেই জয় পায় মার্শের দল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাদারফোর্ড ও হেটমায়ার সর্বোচ্চ রান করেন। রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রান আর শিমরন হেটমায়ার ৩১ বলে করেন ৫২ রান। শেষ দিকে জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে বেন দ্বারশুইস ৩ উইকেট ও ২ উইকেট নিয়েছেন নাথান এলিস। একটি করে উইকেট পেয়েছেন অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট এবং অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান আসে মিচেল ওয়েনের ব্যাট থেকে। এই অলরাউন্ডার ১৭ বলে করেন ৩৭ রান। আর ১৮ বলে ৩২ রান করেন ক্যামেরুন গ্রিন। এছাড়া টিম ডেভিড ৩০ এবং অ্যারন হার্ডি ২৮ রানে অপরাজিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নিয়েছেন আলেক হোসেন। ২টি করে উইকেট পেয়েছেন হোল্ডার ও আলজারি জোসেফ।

You might also like!