Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Festival and celebrations

1 month ago

Rash Yatra 2025 : রাসপূর্ণিমা বা রাসযাত্রা কবে? তিথি শুরু ও শেষ কখন, বিস্তারিত জেনে নিন

Rash Yatra 2025
Rash Yatra 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শ্রীকৃষ্ণের প্রেম-প্রকৃতির উৎসব রাস, যা বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান আরাধনা। রাধাকৃষ্ণ ও গোপিনীদের নিয়ে এই রাস উৎসবের উল্লেখ রয়েছে বিভিন্ন পুরাণে (শারদ ও বসন্ত রাস)।তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে, কোথাও শারদ রাসের, আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়।

কৃষ্ণপ্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাঁদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন। শ্রীকৃষ্ণকে নিজেদের ভেবে গোপিনীদের মন অহংপূর্ণ হলে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্হিত হন। গোপিনীদের ভুল ভাঙে, অহং চূর্ণ হয় এবং তাঁরা শ্রীকৃষ্ণের স্তব করেন। গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান। প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করে শ্রীকৃষ্ণ তাঁদের জাগতিক ক্লেশ থেকে মুক্তিদান করেন।

বাংলায় শ্রীচৈতন্যদেবের রাস উৎসব পালনের কথাও শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশচন্দ্র রায় পরবর্তী কালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে। বৃন্দাবন, মথুরা, আসাম, মণিপুর এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আড়ম্বরের সঙ্গে রাস উৎসব পালন করা হয়। রাধাকৃষ্ণের আরাধনাই মূল বিষয় হলেও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রীতিতে রাসউৎসব পালিত হয়।

আগামী ৫ নভেম্বর, বুধবার শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রাসযাত্রা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

পূর্ণিমা তিথি আরম্ভ–

বাংলা– ১৮ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ৪ নভেম্বর, মঙ্গলবার।

সময়– রাত ১০টা ৩৮ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ–

বাংলা– ১৯ কার্তিক, বুধবার।

ইংরেজি– ৫ নভেম্বর, বুধবার।

সময়– সন্ধ্যা ৬টা ৪৯ মিনি ।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে–

পূর্ণিমা তিথি আরম্ভ–

বাংলা– ১৭ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ৪ নভেম্বর, মঙ্গলবার।

সময়– রাত ৯টা ২২ মিনিট ১৩ সেকেন্ড।পূর্ণিমা তিথি শেষ–

বাংলা– ১৮ কার্তিক, বুধবার।

ইংরেজি– ৫ নভেম্বর, বুধবার।

সময়– সন্ধ্যা ৭টা ৬ মিনিট ৪১ সেকেন্ড ।

You might also like!