দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ
ভ্যালেন্টাইন ডে
বিশু মরে ভূত হয়েছে
মাত্র কয়েক মাস,
তেঁতুল গাছের একটি ডালে
করছে বসবাস।
আচমকা এক পেত্নী এসে
বসলো পাশের ডালে,
সরু সরু ঠ্যাঙগুলি তার
দুলছে হাওয়ার তালে ।
কেমন চেনা গন্ধ যেন
লাগছে এসে নাকে!
বিশু হঠাৎ চমকে ওঠে
দেখছে সে এ কাকে!
যার ভয়ে সে ক'দিন আগে
দিল গলায় ফাঁস,
সে বউ কিনা হঠাৎ হাজির
এ কি সর্বনাশ!
মুখরা বউ দিনরাত্তির
করতো ঝগড়াঝাঁটি,
বিশুর বেঁচে থাকাটাকেই
করেছিল মাটি।
সেই পত্নীই পেত্নী হয়ে
এল আবার ফিরে,
ভূত হয়েও কি অশান্তিটা
থাকবে তাকে ঘিরে!
খোনা গলায় পেত্নী হেসে
বলে , " হতচ্ছাড়া,
আমায় ফেলে থাকবি একা
মজা দেখাই দাঁড়া!"
এই না বলে টুকুস করে
দিল একটি কিস,
বললো, "আগের ঝগড়াঝাঁটি
সব হল ডিসমিস।
এবার থেকে তোর কাঁধটায়
করবো অবস্থান,
আমিও গলায় দড়ি দিলুম
ভাঙাতে তোর মান।
মিনসে আমার করিস নে রাগ
ক্ষমা করে দে,
চল না দু'জন পালন করি
ভ্যালেন্টাইন ডে!"