সাগর, ৫ নভেম্বর : গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের হয়রানি কমাতে এবার পরিবহন দফতরের তরফে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতবারের তুলনায় বাড়ানো হবে বাস, ভেসেল ও লঞ্চের সংখ্যা। এছাড়া বাবুঘাট বা হাওড়া থেকে এক টিকিটেই কচুবেড়িয়াতে পৌঁছে যাবে পুণ্যার্থীরা।
পাশাপাশি কাকদ্বীপের লট নম্বর আট থেকে ভেসেল ধরার জন্য আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবেনা। সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। সোমবার সাগরের মেলা অফিসে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলাশাসক সুমিত গুপ্তা সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা। ডাকা হয়েছিল বেসরকারি বাস মালিকদের সংগঠনকেও। যেহেতু কোভিড বিধি নেই সেই কারনে লক্ষ লক্ষ পূর্ণার্থী আসতে পারে বলে জেলা প্রশাসনের অনুমান। সেই কথা মাথায় রেখে ২০২৩ গঙ্গাসাগর মেলায় প্রস্তুতিতে কোন রকম খামতি রাখতে চাইছেনা জেলা প্রশাসন।