Festival and celebrations

2 years ago

Sree Ramkrishna Janmotithi: ধর্মীয় মর্যাদায় পালিত শ্রীরামকৃষ্ণের জন্মতিথি, বেলুড় মঠে মঙ্গলারতি

Sree Ramkrishna Janmotithi celebrated  at Balur Math
Sree Ramkrishna Janmotithi celebrated at Balur Math

 

কলকাতা, ২১ ফেব্রুয়ারি  : নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮ তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষ্যে বেলুড় মঠের মূল মন্দিরে মঙ্গলারতি বৈদিক মন্ত্রপাঠ-এর মধ্যে দিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম তিথি অনুষ্ঠানের সূচনা হয়েছে। এদিন ভোরে মন্দিরে শ্রী ঠাকুরের মঙ্গলারতির পর বেদপাঠ, স্তবগানের পর বিশেষ পূজা ও হোমযজ্ঞ হয়।

ভোরে শ্রীরামকৃষ্ণ মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথি অনুষ্ঠানের সূচনা হয় বেলুড় মঠে। এরপর হয় বেদপাঠ ও স্তবগান, ঊষা-কীর্তন। অনুষ্ঠিত হয় বিশেষ পূজা ও হোম। এছাড়া শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাটমন্দিরে শ্রীরামকৃষ্ণ বন্দনা, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, ভক্তিগীতি, শ্রীশ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা, গীতি আলেখ্য প্রভৃতি অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।


You might also like!