Festival and celebrations

2 years ago

PM Modi : ছট উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi wishes for Chhat utsav
PM Modi wishes for Chhat utsav

 

নয়াদিল্লি, ৩০ অক্টোবর : রবিবার সূর্য দেবতা এবং প্রকৃতির পূজায় নিবেদিত ছট মহাপর্ব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন এক টুইট বার্তায় মোদী বলেন, "সমস্ত দেশবাসীকে সূর্য দেবতা এবং প্রকৃতির আরাধনায় নিবেদিত ছট উৎসবের শুভেচ্ছা। সকলের জীবন সর্বদা ভগবান সূর্য দেবতার আভা ও ছঠি মায়ের আশীর্বাদে আলোকিত হোক, এটাই কামনা।"

উল্লেখ্য, ছট উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে শুরু হয়ে সপ্তমী পর্যন্ত চলে। প্রথম দিন, চতুর্থী তিথি পালিত হয়। পঞ্চমীর দ্বিতীয় দিনে খরনা ব্রত পালন করা হয়। এই দিনে যারা সন্ধ্যায় উপবাস করেন তারা খির ও গুড় ছাড়াও ফল খান। এরপর আগামী ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস রাখা হয়। পূজায় ছট দেবী প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। এরপর ষষ্ঠীতে নদী বা জলাশয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শেষ হয় এই মহা উৎসব।


You might also like!