দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাধারণভাবে আমরা জানি ১৮ ফেব্রুয়ারি শিবরাত্রি। কিন্তু শিবরাত্রি তিথি হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই। বলা হয় এই তিথিতে ভগবান শিব ভক্তদের দুঃখ,কষ্ট দূর করে ও সঙ্কট থেকে মুক্তি দেয়। পুরানমতে এই তিথিতেই ভগবান শিবের সঙ্গে পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। সেই উপলক্ষ্যকে সামনে রেখেই পালিত হয় মহা শিবরাত্রি। ১৮ ফেব্রুয়ারি ২০২৩ এ রয়েছে শিবরাত্রির বিশেষ তিথি। এই তিথি চলাকালীন চারপ্রহরের বিশেষ পুজো সম্পন্ন হয়। দেখে নেওয়া যাক, শিবরাত্রির বিশেষ সেই তিথি কখন থেকে কখন থাকছে।
১৮ ফেব্রুয়ারি চতুর্দশী তিথি শুরু হচ্ছে। সেই দিন সন্ধ্যে ৮ টা ২ মিনিট থেকে তিথি শুরু হবে। এরপর ১৯ ফেব্রুয়ারি ৪ টে ১৮ মিনিট পর্যন্ত থাকবে তিথি। এই তিথির মধ্যে রয়েছে শিবের পুজোর চার প্রহরের সময়কাল। দেখে নেওয়া যাক সেই পুজোর পদ্ধতি ও সময়কাল। তবে যেকোনো প্রহরেই শিবের পুজো করা যায়। শিবরাত্রির পুজো রাত্রির চার প্রহরে চারবার করা হয়। প্রতিটি প্রহরই গুরুত্বপূর্ণ। যাঁরা সারা রাত জেগে চারপ্রহরই পুজো করতে পারেন না, তাঁদের অনেকেই প্রথম প্রহরের পুজোটুকু সেরে ব্রত ভঙ্গ করে নেন। অনেকে আবার সব প্রহরগুলিই নিষ্ঠাভরে পালন করেন। প্রতিটি প্রহরের প্রারম্ভ ও অন্ত সময়টা তাই জানা জরুরি।
শিবরাত্রির প্রথম প্রহর সন্ধে ৬টা ১৩ মিনিট থেকে রাত ৯টা ২৪ মিনিট পর্যন্ত।
দ্বিতীয় প্রহর রাত ৯টা ২৪ মিনিট থেকে রাত ১২টা ৩৫ মিনিট পর্যন্ত।
তৃতীয় প্রহর রাত ১২টা ৩৫ মিনিট থেকে ভোররাত ৩টে ৪৬ মিনিট পর্যন্ত।
চতুর্থ প্রহর ভোররাত ৩টে ৪৬ মিনিট থেকে সকাল ৬টা ৫৬ মিনিট পর্যন্ত।
ভক্তরা যেকোনো প্রহরে স্বগৃহে বা কোনো শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল বা দুধ অর্ঘ্যদান করতে পারেন। যদি সম্ভব হয় মনে মনে শিবমন্ত্র পাঠ করুন। শিবের পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ 'ওম নমঃ শিবায়' জপ করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।