Festival and celebrations

2 years ago

Gangasagar Mela : আনুষ্ঠানিক উদ্বোধন হল গঙ্গাসাগর মেলার

Sagar Mela 2023
Sagar Mela 2023

 

গঙ্গাসাগর, ১০ জানুয়ারি : মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল ২০২৩ সালের সাগরমেলার। এদিন থেকে শুরু হয়ে মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এদিন পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। উপস্থিত ছিলেন দক্ষিন ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, গঙ্গাসাগর-‌বকখালি উন্নয়ন পর্ষদের সভাপতি শ্রীমন্ত মালি, জেলা সভাধিপতি সামিমা সেখ, বিডিও সুদীপ্ত মণ্ডল, ভারত সেবাশ্রম সঙ্ঘের নিমাই মহারাজ সহ বিশিষ্ঠরা। এদিন উদ্বোধনে একটি সেফটি র‌্যালির আয়োজন করা হয়। এই র‌্যালিতে অংশ নেনে দমকলের প্রশিক্ষিত বাইক রাইডাররা। ছিলেন সাফাইকর্মী, এনডিআরএফ, গঙ্গাসাগর-‌বকখালি উন্নয়ন পর্ষদের ট্যাবলো, মডেল।

এবার কোন কুম্ভ মেলা না থাকায় গঙ্গাসাগর মেলায় প্রচুর পুণ্যার্থী আসবেন বলেই দাবি জেলা প্রশাসনের। আর সেই কারণে মেলায় আগত পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয়টিতে জোর দিয়ে দেখা হচ্ছে। ১১০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে কলকাতার আউটট্রাম ঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে। পাশাপাশি প্রায় ১৫ টি ড্রোন ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। যে সমস্ত ভেসেল লট নম্বর আট থেকে কচুবেরিয়ার মধ্যে যাতায়াত করবে সেগুলিতে জিপিএস লাগানো হয়েছে যাতে সমস্ত ভেসেলকে ট্র্যাক করতে পারা যায়। মেলা প্রাঙ্গনে অসংখ্য বন্ধন কিয়স্ক থাকবে। বাংলার পাঁচ শক্তিপীঠ এবারের মেলার মূল আকর্ষণ। সেই শক্তিপীঠ থেকে সরাসরি পুজো ও আরতি দেখা যাবে সাগরমেলার মাঠে। এজন্য কয়েকটি এলইডি মোবাইল ভ্যানেরও উদ্বোধন করা হয় এদিন। এদিন মেলার মেগা কন্ট্রোলরুমের উদ্বোধন হয়, এই কন্ট্রোলরুম থেকে সমগ্র মেলা চত্বর থেকে শুরু করে কচুবেরিয়া, লট নম্বর আট এমনকি আউটট্রাম ঘাটেও নজরদারি চালানো হবে। এদিন গো গঙ্গাসাগর নামে একটি মোবাইল অ্যাপেরও উদ্বোধন হয়। এই অ্যাপের মাধ্যমে গঙ্গাসাগর মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য মোবাইল ফোনেই পাওয়া যাবে। এছাড়াও জেলা প্রশাসন জানিয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশে ইতিমধ্যেই মেলায় আগত সকলের জন্য ৫ লক্ষ টাকার বীমা সুরক্ষা চালু করা হয়েছে। আগামী ১৭ তারিখ পর্যন্ত এই বীমার আওতায় থাকবেন পুণ্যার্থীরা।

You might also like!