Festival and celebrations

2 years ago

Kali Puja :ঠনঠনিয়া কালীবাড়িতে জোর কদমে চলছে পুজো প্রস্তুতি

Thanthania Kali bari
Thanthania Kali bari

 

কলকাতা, ২৩ অক্টোবর : কলকাতার অত্যন্ত ব্যস্ততম রাস্তা বিধান সরণি । বিধান সরণি এলাকার গা ঘেষেই এক চিলতে জায়গায় নির্মিত হয়েছে মা কালির মন্দির । যা বর্তমানে ঠনঠনিয়া কালী মন্দির রূপেই পরিচিত। প্রতিবছরই কালীপুজোর আগে সেজে ওঠে ঠনঠনিয়া কালী মন্দির । এই বছরও তার ব্যতিক্রম নয় । জোর কদমে চলছে পুজো প্রস্তুতি সেখানে ।

ঠনঠনিয়া কালী মন্দিরের মা সিদ্ধেস্বরী কালী হলেও তিনি ঠনঠনিয়া কালী রূপেই বিখ্যাত সকলের কাছে । ঠনঠনিয়া কালীবাড়ির নির্মান আনুমানিক ৩১৫ বছর আগে। মন্দিরটি শংকর ঘোষ নামে একটি ধনী স্থানীয় অধিবাসী দ্বারা নির্মিত হয় । যদিও ঠনঠনিয়া কালী মন্দিরের নাম কেনও ঠনঠনিয়া হল তা নিয়ে নানা মুনির নানা মত । অনেকই বলে ঘন্টার ''ঠনঠন'' শব্দ থেকেই নাকি নাম হয়েছে ঠনঠনিয়া কালী বাড়ির । আবার এও শোনা যায় বহু যুগ আগে ওই এলাকায় ডাকাতদের আনাগোনা ছিল । তবে, ডাকাতরা যাতে না আসে তার জন্য ঠনঠন করে শব্দ করা হত সেখান থেকেই নাম হয় ঠনঠনিয়া কালী মন্দিরের । এমনকি এও শোনা যায় বিধান সরণি এলাকায় আগে লোহার জিনিসপত্র ভাঙার আওয়াজ হতো তাই সেখান থেকে মন্দিরের নাম হয়েছে ঠনঠনিয়া । ঠনঠনিয়া মন্দিরের নাম নিয়ে ইতিহাসের শেষ নেই ।


তবে, ঠনঠনিয়া মন্দির শহরবাসীর কাছে একটা আবেগ। নিজের নামের বদলে ঘন্টার নামেই বিখ্যাত ঠনঠনিয়া কালীবাড়ির মা । মন্দিরে মা কালির একটি ছোট মাটি মূর্তি আছে, যা প্রতি বছর পুনর্গঠিত হয়। সিদ্ধেশ্বরীর মূর্তিটি মাটির তৈরি । প্রতি বছরের ন্যায় চলতি বছরও কালী পুজোর আগের রাতে লাল এবং কালো রঙের মূর্তিটিকে নতুন করে সাজানো হচ্ছে । জোর কদমে সেখানে চলছে পুজোর প্রস্তুতি ।

You might also like!