বাঁশবেড়িয়া, ১৩ ফেব্রুয়ারি : গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিন নদীর মিলনস্থলের নাম প্রয়াগরাজ। সেখানে ১২ বছর অন্তর অনুষ্ঠিত হয় কুম্ভমেলার। এবার ইতিহাসের খোঁজে বাঁশবেড়িয়া পুরসভা ও ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি কুম্ভমেলার আয়োজন করেছে। গত বছর থেকে সেখানে শুরু হয়েছে এই মেলা। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে এই কুম্ভমেলা। আজ ১৩ ফেব্রুয়ারি মাঘ সংক্রান্তিতে শাহিস্নান।
প্রথমে সপ্তর্ষিঘাটে সাধুরা স্নান করবেন। পরে অন্যান্য ঘাট জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। পুলিশ সূত্রের খবর, এই কুম্ভমেলায় বহু মানুষ উপস্থিত হবেন। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গণ চত্বর। হুগলি গ্রামীণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জোরদার। গঙ্গার স্নানের জন্য ঘাটে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সর্বক্ষণ ঘাটগুলিতে চলবে নজরদারি। ত্রিবেণী শিবপুর মাঠে যজ্ঞকুন্ড করে হোমের আয়োজন করা হয়েছে। গঙ্গার পাড়ে নাগা-সন্ন্যাসী ও সাধুরা তাঁদের আখড়া করে থাকছেন। হোম, জাগযজ্ঞ স্তোত্ৰপাঠ থেকে সন্ধ্যায় গঙ্গা আরতিও করা হবে বলে জানা গিয়েছে।