Festival and celebrations

2 years ago

Holi : দেশজুড়ে হোলিকে কি নামে ডাকা হয় জানেন?

Holi
Holi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ "বসন্ত জাগ্রত আজি দ্বারে..." আর বসন্ত মানেই রঙের আনাগোনা শহররের রাজপথে কত না অবহেলাতেই পথ পাশে পড়ে আছে রাঙা পলাশ আর শিমুলের কলি। শিমুল পলাশের গল্পই যেন জানান দিচ্ছে দোল উৎসবের আগমনের বার্তা। সারা দেশ জুড়ে বিভিন্ন রীতি নীতি মেনে এবং উৎসবের মধ্য দিয়ে পালন করা হয় এই উৎসব। যুগ যুগ ধরে দেশ জুড়ে হোলিকে কেন্দ্র করে তৈরি হয়েছে অসংখ্য লোকগাঁথা। যার মধ্যে মিশে আছে কত না জনশ্রুতি। তবে এই উৎসবকে ভারতে বিভিন্ন নামে অভিহিত করা হয়। আসুন জেনে নিই সেই সব তথ্য। 

মহারাস্ট্রে স্থানীয়রা হোলিকে শিমোগা বা রং পঞ্চমী বলে অভিহিত করে। প্রায় এক সপ্তাহ জুড়ে চলে এই অনুষ্ঠান । মহারাস্ট্রে শিমোগা বা রঙ পঞ্চমী খেলা হয় জল ও রঙ সহকারে। রাজস্থানে রাজকীয় ভাবে ঘোড়া সাজিয়ে ব্যান্ড পার্টি সহযোগে অভিনব শোভাযাত্রা আয়োজন করা হয় হোলি উপলক্ষ্যে। তাই এই হোলিকে রয়্যাল হোলি বলা হয়ে থাকে। পাঞ্জাবের এই উৎসব হোল মহল্লা নামে পরিচিত। পাঞ্জাবের এক বিশেষ শিখ সম্প্রদায় বিশেষ মার্শাল আর্ট সহকারে শিখ যোদ্ধাদের এদিন শ্রদ্ধাজ্ঞাপন করে থাকেন। এদিন পাঞ্জাব বাসীরা সংগীতের ও নৃত্যের দ্বারা পালন করে এই উৎসব। উওরাখন্ডে হোলি বৈথাকি হোলি,খাদি হোলি নামে পরিচিত।এদিন উত্তরাখন্ডবাসী বিশেষ পোশাক পরে একে অপরের সঙ্গে রং খেলায় মাতেন। উত্তরপ্রদেশে হোলিকে বলে লাঠমার হোলি। মহিলারা এই দিনে হাতে লাঠি সহকারে পুরুষদের সঙ্গে বিশেষ খেলায় মাতেন। ওড়িষায় হোলিকে দোলা বলা হয়। এদিন পুরীর জগন্নাথ দেবকে দোল গোবিন্দ নামে বিশেষভাবে পুজো করা হয়।  বিহারে বলা হয় ফাগুয়া। এদিন উৎসবে জলের সঙ্গে বিশেষ রঙ মিশিয়ে খেলায় মাতেন বিহারবাসী। বাংলায় একে দোল নামে অভিহিত করা হয়। রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী বিশেষ লোকগাঁথায় দোল যাত্রায় ধরা পরে।   

You might also like!