Festival and celebrations

2 years ago

কার্তিক পূর্ণিমায় দেশজুড়ে গঙ্গায় পূণ্যস্নান ভক্তদের, চন্দ্রগ্রহণে বন্ধ বদ্রীনাথ মন্দির

devotees take holy deep on kartik purnima
devotees take holy deep on kartik purnima

 

নয়াদিল্লি, ৮ নভেম্বর : কার্তিক পূর্ণিমার পুন্যলগ্নে দেশের বিভিন্ন প্রান্তে গঙ্গা নদী ও অন্যান্য জলাশয়ে পুণ্যস্নান করলেন ভক্তরা। হরিদ্বার থেকে বারাণসী, অমৃতসর থেকে প্রয়াগরাজ-দেশের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার সকালে গঙ্গায় পুন্যস্নান করেন ভক্তরা। কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে এদিন সকালে হরিদ্বার ও বারাণসীর গঙ্গার ঘাটে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ভক্তরা। অমৃতসরের স্বর্ণ মন্দিরের ''সরোবরে''-ও পুন্যস্নান করেন ভক্তরা।

উত্তর প্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমেও পুণ্যস্নান করেছেন বিপুল সংখ্যক পুণ্যার্থীরা। পাটনাতেও গঙ্গায় পুণ্যস্নান করেছেন ভক্তরা। দেশের বিভিন্ন প্রান্তে এদিন সকালে গঙ্গায় পুণ্যস্নান সারেন পুণ্যার্থীরা। এদিকে, চন্দ্রগ্রহণের জন্য মঙ্গলবার বন্ধ থাকল বদ্রীনাথ মন্দির। চন্দ্রগ্রহণের পর সন্ধ্যা ৬.২৫ মিনিটে পুনরায় কপাট খুলবে বদ্রীনাথ মন্দিরের। বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, চন্দ্রগ্রহণের জন্য মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ মন্দির।


You might also like!