নয়াদিল্লি, ২৬ অক্টোবর : আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ছট উৎসব। ৩১ অক্টোবর সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। দিল্লির যমুনা ঘাটে ছট উৎসব উদযাপনের জন্য উন্মুক্ত হচ্ছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় সাক্সেনা এই অনুমতি দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ঘাটগুলির পরিচ্ছন্নতা ও জল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন উপ-রাজ্যপাল।
ছট ঘাটের জন্য ২৫ কোটি টাকা খরচ করছে সরকার, যাতে দিল্লিতে খুব আড়ম্বরে ছট উৎসব উদযাপন করা যেতে পারে, কেজরিওয়াল সরকার এই ২৫ কোটি টাকা খরচ করছে। ১,১০০টি ছট ঘাট সরকার কর্তৃক নির্মিত হচ্ছে। এ সব ঘাট পরিষ্কারের পাশাপাশি বিশুদ্ধ জলের ব্যবস্থাও থাকবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধেও সতর্ক করেছেন উপ-রাজ্যপাল বিনয় সাক্সেনা।