উত্তরকাশী, ২৭ মার্চ : যমুনোত্রী ধামের দরজা খোলার শুভ সময় নির্ধারিত হয়েছে। শ্রী যমুনোত্রী ধাম অক্ষয় তৃতীয়া ২২ এপ্রিল শনিবার কর্কট লগ্ন, অভিজিৎ মুহুর্তা, কৃত্তিকা নক্ষত্রে খুলবে। সোমবার যমুনা জয়ন্তী চৈত্র নবরাত্রির শুভ উপলক্ষ্যে খুশিমঠে (খরশালি) মা যমুনার শীতকালীন অবস্থান, মন্দির কমিটি যমুনোত্রী, মা যমুনার আরাধনা শেষে নিয়ম-কানুন মেনে ও পঞ্জিকা গণনা করেন পণ্ডিত আচার্য-তীর্থ। পুরোহিতরা শ্রী যমুনোত্রী ধামের দরজা খুলে দিলেন।
শ্রী যমুনোত্রী মন্দির কমিটির সম্পাদক সুরেশ উনিয়াল জানান, তীর্থযাত্রী ও পুরোহিতদের উপস্থিতিতে দরজা খোলার তারিখ এবং সময় যথাযথভাবে ঘোষণা করেছিলেন। মন্দির কমিটির প্রাক্তন সম্পাদক কীরতেশ্বর ইউনিয়াল জানান, এ উপলক্ষে মা যমুনার উৎসব ডলিকে ধামে যাত্রার কর্মসূচিও ঠিক করা হয়েছে।
মা যমুনার ভাই শ্রী সোমেশ্বর দেবতার সাথে মা যমুনার উত্সব দোলি সকাল ৮.২৫ টায় খুশিমঠ থেকে রওনা হবে এবং একটি আনুষ্ঠানিক সেনা ব্যান্ড নিয়ে যমুনোত্রী মন্দির প্রাঙ্গণে পৌঁছাবে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ১৫ এপ্রিলের মধ্যে চারধাম যাত্রার প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন। পর্যটন, ধর্ম ও সংস্কৃতিমন্ত্রী সতপাল মহারাজ জানান, চারধাম যাত্রা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। এ পর্যন্ত চরধামে ভক্তদের নিবন্ধনের সংখ্যা ছয় লাখ চৌত্রিশ হাজার ছাড়িয়েছে।