Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : পুজোর নিরাপত্তা জোরদার করতে চালু থাকবে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

24-hour control room will be operational for Puja (Symbolic Picture)
24-hour control room will be operational for Puja (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বোধনের আগেই মন্ডপে মন্ডপে উপচে পড়ছে ভিড়। শ্রীভূমিত থেকে চেতলা অগ্রনী, সর্বত্র নেমেছে মানুষের ঢল। দ্বিতীয়া থেকে তৃতীয়, রাজপথে শুধুই মানুষের ঢল। এরইমধ্যে পুজোর সময় নজরদারিতে নবান্নে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। শুধু কলকাতা নয়, কন্ট্রোল রুম খোলা হচ্ছে জেলাতেও। সূত্রের খবর, চতুর্থীর দিন থেকেই এই কন্ট্রোল রুম খোলা থাকবে চব্বিশ ঘন্টার জন্য। কন্ট্রোল খোলার ভাবনা কালীপুজো পর্যন্তও। 

প্রথম দফায় লক্ষ্মীপুজো পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুম। সূত্রের খবর, কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন একজন বিশেষ আধিকারিক। আবার কালীপুজোতেও খোলা থাকবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। যে কোনও সমস্যায় এই দুই নম্বরে ফোন করে জানানো যাবে অভিযোগ। 

প্রসঙ্গত, পুজোর নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশ। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তৎপরতা। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত শহরে মোতায়েন থাকবে ৮ হাজার পুলিশ কর্মী। দিকে দিকে চলবে টহল। সামাল দেওয়া হবে ভিড়। একইসঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবেন ৬ হাজার পুলিশ কর্মী। একইসঙ্গে ৫১টি ওয়াচ টাওয়ারও খোলা হয়েছে। সেগুলি দিয়েও চলবে নজরদারি। তৃতীয়ার পর চতুর্থীর দিনও জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা। রাস্তায় থাকছেন ৪ হাজার পুলিশ কর্মী। 

You might also like!