Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Entertainment

2 months ago

IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের হারের পর কী করলেন মহওয়াশ? যুজুবেন্দ্রের প্রেমিকা আগেই দিয়েছিলেন ইঙ্গিত!

Yuzvendra Chahal & RJ Mahvash
Yuzvendra Chahal & RJ Mahvash

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু ও পাঞ্জাবের মধ্যেই ফাইনাল হবে, মহঅয়াশের ভবিষ্যতবাণী যেন মিলে গেল । এবার তাই মুম্বাই অনুরাগীদের পাল্টা জবাব দিলেন জজুবেন্দ্রের চর্চিত প্রেমিকা মহওয়শ । প্রথম স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে  বিবাহবিচ্ছেদের পর থেকে বেতার উপস্থাপক মহওয়াশের সঙ্গে প্রেম করছেন যুজুবেন্দ্র চহল, এমনটাই জল্পনা শুরু হয়েছে । আইপিএল এর মাঝে সেই জল্পনা আরও বেড়েছে । যদিও তাঁরা দুজনেই স্বীকার করেননি এই সম্পর্কের কথা । কিন্তু আইপিএল শুরু হওয়ার পর থেকে প্রায় বেশিরভাগ  ম্যাচে পাঞ্জাব কিংসের হয় গলা ফাটাতে দেখা গিয়েছে  মহওয়াশকে । কয়ালিফার -১ ম্যাচে পাঞ্জাব যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে যায় ,তখন মুম্বাই ইন্ডিয়ান্সের অনুরাগীরা মহওয়াশের কমেন্ট বক্সে গিয়ে নানা মন্তব্য করেন । এই বিড়ম্বনা এরাতে  কমেন্ট বক্স বন্ধ করে দেন মহওয়াশ ।যদিও তিনি আগেভাগে জানিয়েছিলেন যে, বেঙ্গালুরু ও পাঞ্জাবের মধ্যেই ফাইনাল হবে । মহওাশের ভবিষ্যতবাণী যেন মিলে গেল । ইতিমধ্যেই মহওয়াশকে যুজুবেন্দ্রের জন্য পয়া বলেছেন অনেকেই । কোয়ালিফার-১ ম্যাচে পাঞ্জাব বেঙ্গালুরুর কাছে হেরে যায় তখন প্রচুর কটাক্ষের সম্মুখীন হতে হয় তাঁকে । তবে কোয়ালিফার -২ ম্যাচে মুম্বাইকে হারিয়ে ফাইনালে পোছাতেই সবার জন্য খুলে দেয় কমেন্ট বক্স ।শুধু তাই নয় তিনি আরও বলেন যে "নাও খুলে দিলাম মন্তব্য বক্স" তোমাদের  জন্য । কারা যেন বলেছিল মুম্বাই ইন্ডিণন্স জিতবে! দুঃখিত তাঁদের জন্য।

You might also like!