Entertainment

3 weeks ago

Bollywood Buzz: প্রাক্তন প্রেমিকার জন্মদিনে হাজির সলমন, বিয়ের ইঙ্গিত ঘিরে জল্পনা তুঙ্গে! সুখবর কি আসতে চলেছে?

Salman Khan marriage news
Salman Khan marriage news

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্কঃবহু সম্পর্ক, বহু জল্পনা—তবু এখনও ‘অবিবাহিত’ বলেই পরিচিত সলমন খান। ৫৯ বছর বয়সেও বিয়ের পিঁড়িতে বসা হয়নি বলিউডের এই ‘চিরযুবক’ তারকার। যদিও সাম্প্রতিক সময়েই একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, একদিন তিনিও হবেন আদর্শ স্বামী এবং সেরা পিতা। এমন কথাতেই আশায় বুক বাঁধছেন অনুরাগীরা। ভগ্নিপতির জন্মদিনে সেই ইঙ্গিত আরও জোরালো করেছিলেন। আর তার মধ্যেই নতুন করে গুঞ্জন ছড়াল বুধবার রাতে, যখন হঠাৎ দেখা গেল তাঁকে প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকতে। সব মিলিয়ে ফের কি সামনে আসছে সুখবর? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তমনে।

দীর্ঘ দিন সঙ্গীতার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সেই প্রাক্তনের জন্মদিনেই উপস্থিত হন সলমন। জন্মদিনের অনুষ্ঠানে প্রবেশ করার আগেই চেনা মেজাজে ধরা দিলেন তিনি। সেখানেও ঘটালেন এক কাণ্ড।

সলমনের সঙ্গে দেখা হয় এক খুদের। মায়ের কোলে ছিল সেই একরত্তি। কিন্তু এই বয়সেই সে বুঝতে পারে, সামনে এসে দাঁড়িয়েছেন স্বয়ং সলমন খান। তাই ভাইজানকে দেখেই আনন্দে হাসতে থাকে সেই শিশু। অনুরাগীদের বক্তব্য, ছোট থেকে এই শিশু সলমন ভক্ত হয়ে উঠেছে।


সলমনের এই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। ভিডিয়ো দেখে মুগ্ধ অনুরাগীরাও। এই ভিডিয়ো দেখেই সলমন অনুরাগীদের মত, বাবা হওয়ার জন্য প্রস্তুত তিনি। সত্যিই এ বার বিয়ে করে সংসার পাতা উচিত তাঁর।

প্রসঙ্গত, একটা সময় সলমন ও সঙ্গীতার বিয়ে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। এমনকি বিয়ের নিমন্ত্রণপত্রও ছাপা হয়ে গিয়েছিল বলে জানা যায়। কিন্তু সেখানেও ঘটেছিল ছন্দপতন। সলমন নিজেও ‘কফি উইথ কর্ণ’-এর এক এপিসোডে বলেছিলেন, সঙ্গীতার সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। ভাইজান স্বীকার করেছিলেন, তিনি প্রতারণা করেছিলেন বলেই এই বিয়ে ভেঙে যায়।


You might also like!