Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Entertainment

2 months ago

Nataša Stanković: একলা লড়াইয়ের ইঙ্গিত নাতাশার, হার্দিককে লক্ষ্য করেই কী এই মন্তব্য?

In July last year, Natasa confirmed her separation from Hardik
In July last year, Natasa confirmed her separation from Hardik

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ভাঙনের পরে হার্দিকের অনুরাগীরা সবটা না যেনে প্রথমেই আঙুল তুলেছিলেন নাতাশার দিকে । কাঠগড়ায় দাড় করিয়েছিলেন সার্বিয়ান মডেলকে। গত বছরেই হার্দিক পাণ্ডের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে নাতাশা স্তানকোভিচের। বিবাহবিচ্ছেদের পর পুত্রকে নিয়ে চলে গিয়েছিলেন । কিন্তু ফের নিজের জমি শক্ত করে ভারতে ফিরেছিলেন এবং নিজের কাজে মন দিয়েছিলেন নাতাশা । কি ভাবে ঘুরে দাঁড়াতে হয় সেই কথাই মনে করিয়ে দিলেন হার্দিকের প্রাক্তন স্ত্রী।

মডেলিং এবং মিউজিক ভিডিও দিয়ে কাজ করে কেরিয়ার শুরু করেছিলেন নাতাশা। তাঁর পর হার্দিকের স্ত্রী হিসাবে পরিচিত হন তিনি । কিন্তু এবার নিজের পরিচিতি নিজেই তৈরি করবেন বলে দাবি করেছেন নাতাশা।তাই সমাজ মাধ্যমে নিজের ছবির সঙ্গে লিখলেন " আমার এই নতুন সংস্করন কিন্তু ভাগ্যের জোরে তৈরি হয়নি ।নিজের উদ্দেশ্যেই নাতাশা লিখেছেন ,"এই মানুষটা বার বার উঠে দাঁড়িয়েছে ।যখন পরিস্থিতি খুব কঠিন ,তখনও নিজের চেষ্টাতেই উঠে দাঁড়িয়েছে। যখন পাশে কেউ ছিল না, কেউ ঘুরে তাকায়নি,তখনও এই মানুষটা ঘুরে দাঁড়িয়েছে" । অনুরাগীদের এই রকম মনের জোর রাখার পরামর্শ দিয়েছেন নাতাশা। অনুরাগীরাও তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ আবার লিখেছেন , "আপনি সত্যিই অনুপ্রেরণা  জোগাতে পারেন ।এভাবেই ভালো কাজ করে চলুন। আপনার পরিস্থিতি খুব ভালো করেই আমরা বুঝতে পারছি " । 

বিবাহবিচ্ছেদের পরে সকলেই দায়ী করেছলেন নাতাশাকে । কিন্তু পরে জানা যায় সম্পর্কে মোটেই মনযোগী নন হার্দিক । পরে আরও প্রকাশ্যে আসে , ইতিমধ্যেই নতুন সম্পর্কে জরিয়েছেন হার্দিক । ক্রমশ নাতাশার দিক থেকে কটাক্ষের বাণ কমতে থাকে ।

You might also like!