Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Entertainment

2 months ago

Indian rapper Badshah: রসিকতা না বাস্তব? ডুয়া লিপাকে ঘিরে বাদশার বিস্ফোরক মন্তব্যে নেটদুনিয়ায় শোরগোল!

Indian rapper Badshah &  Albanian singer and songwriter Dua Lipa
Indian rapper Badshah & Albanian singer and songwriter Dua Lipa

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশা ফের চর্চায়। তবে এইবার নতুন কোনও গান নয়, বরং তাঁর এক মন্তব্য ঘিরে শোরগোল নেটদুনিয়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা মজা করেই বলেন, “আমি চাই ডুয়া লিপা আমাদের সন্তানের মা হোক!” এই বক্তব্যে যেমন হেসেছেন ভক্তরা, তেমনই উঠেছে প্রশ্ন—তবে কি প্রেমিকা রিখি এখন অতীত? ভারতীয় গায়িকা ও অভিনেত্রী রিখি ও বাদশার প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে। একাধিক পার্টি ও অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে। এমনকি ইনস্টাগ্রামেও তাঁরা একে অপরকে নিয়ে পোস্ট করেছেন খোলাখুলি।

বর্তমান, পঞ্জাবি ও বলিউড অভিনেত্রী ইশা রিখির সঙ্গে সম্পর্কে জড়িছেন বাদশা। গত বছর থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে। তবে সেই সময় গুঞ্জন নস্যাৎ করে দিয়েছিলেন বাদশা। তিনি জানিয়েছিলেন, এই মুহূর্তে বিয়ের কোনও পরিকল্পনা নেই। তবে বাদশা-ইশার সম্পর্ক এখন আর গোপন নেই। তবে ডুয়া লিপাকে নিয়ে বাদশার হঠাৎ এমন স্বপ্ন দেখায় রিখিকে ঘিরে উঠেছে নতুন করে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানতে চাইছেন—“রিখি কি তবে বাদশার জীবনে আর নেই?” আবার কেউ বলছেন, “ডুয়া লিপা তো দূরের তারা! এটা নিছক মজাই হবে।” তবে নেটিজেনরা যাই বলুন না কেন, বাদশার এই এক কথায় আবার প্রমাণ হলো, তাঁর রসবোধও যথেষ্ট তীক্ষ্ণ।

এদিকে রিখির তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভক্তরা আপাতত অপেক্ষায়—এই ‘গ্লোবাল ক্রাশ’ মন্তব্যের পর তাঁদের প্রিয় সেলিব্রিটি কাপল কিভাবে সামনে আসেন। তবে সাম্প্রতিক জানা যাচ্ছে বছর চারেক আগে  বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন বাদশা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দু’জনেই আপ্রাণ চেষ্টা করেছিলেন, যদি কোনও ভাবে নিজেদের বিয়েকে বাঁচাতে পারেন। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন প্রতিনিয়ত অস্বাস্থ্যকর হয়ে উঠছিল। যার প্রভাব পড়ছিল তাঁদের সন্তানের উপর। চেষ্টার কোনও ত্রুটি রাখেননি দম্পতি। কিন্তু কোনও ভাবেই সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে এগিয়ে যান তাঁরা। এই প্রসঙ্গে বাদশা বলেন, “আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম। যথাসাধ্য চেষ্টার পরেও আলাদা হয়েছি শুধুমাত্র সন্তানের কথা ভেবে।” বাদশার ডুয়া লিপাকে নিয়ে করা মন্তব্য নিঃসন্দেহে বিনোদনের খোরাক হলেও, প্রেমিকা রিখিকে ঘিরে তৈরি হওয়া প্রশ্ন কিন্তু আসল চর্চার বিষয় হয়ে উঠেছে। এ নিয়ে ভবিষ্যতে বাদশা বা রিখির কোনও মন্তব্য কি আসবে? আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা।

You might also like!